মামলা করতে আদালতে জেমস

গান কপি করার অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসেছেন নগর বাউল জেমস।

বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি উপস্থিত হয়েছেন। জেমস কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল।

এর আগে ১৯ সেপ্টেম্বর সকালে একই আদালতে মামলার আবেদন করেন তিনি। এ সময় বিচারক তাকে থানায় (গুলশান থানা) গিয়ে মামলা করতে পরামর্শ দেন। দুপুর ১টার দিকে তিনি বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। এছাড়া থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।

সেদিন নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.