ভারতে ৩ বছর কারাভোগের পর ফিরলেন ২ যুবক

ভারতে ৩ বছর কারাভোগের পর ২ যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবকরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অমল বাডুইয়ের ছেলে মিন্টু বাডুই (২৪) ও একই এলাকার ঝন্টু বাডুইয়ের ছেলে টুটুল বাডুই (২৫)।

সোমবার (৮ নভেম্বর) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল পুলিশ জানিয়েছে, ভালো কাজের কথা বলে গত সাড়ে ৩ বছর আগে যশোর সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হয়। পরে তারা কলকাতা পুলিশের হাতে আটক হন। আদালত তাদের ৩ বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান। সাজার মেয়াদ শেষে আজ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ‘ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.