কথা বলছেন রওশন এরশাদ

থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার সন্তান রাহগির আলমাহি সাদ এরশাদ।

রবিবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তাকে উদ্ধৃত করে বিরোধী দলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান এ তথ্য জানান।

মামুন হাসান বলেন, ‘আধাঘণ্টা আগে সংসদ সদস্য সাদ এরশাদ জানিয়েছেন, ম্যাডামের (রওশন এরশাদ) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গতকাল শনিবার রাত থেকে তিনি কথা বলছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো আছে।’

মামুন হাসান জানান, সাদ এরশাদ দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। রওশন এরশাদের চিকিৎসা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এরআগে, গত শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন রওশন এরশাদ। সেখানে জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতার সঙ্গে আছেন রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.