৩৩ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

সুপার টুয়েলভের প্রথম চার ম্যাচ হেরে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশের। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাতে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন মিচেল স্টার্ক। লিটন দাসকে বোল্ড করে (০) বিদায় করেন তিনি। লিটন গোল্ডেন ডাক মারার পরের ওভারে ফিরে যান তিনে নামা সৌম্য সরকার। ৫ রান করা সৌম্যকে বোল্ড করে ফেরান জস হ্যাজেলউড।

চারে নামা মুশফিকুর রহিমকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিন ওভারে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

দ্রুত তিন উইকেট হারানোর পর হাল ধরতে চেয়েছিলেন নাইম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ব্যক্তিগত ১৭ রানে বিদায় নেন নাইম। জস হ্যাজেলউডের বলে প্যাট কামিন্সকে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার। থিতু হতে ব্যর্থ হয়েছে আফিফ হোসেনও (০)। অ্যাডাম জাম্পার বলে স্লিপে দাঁড়ানো অ্যারন ফিঞ্চকে ক্যাচ সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.