দুই-তিন দিনের মধ্যে ঢাবির ‘খ’ ইউনিটের ফল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল দুই থেকে তিনের মধ্যেই প্রকাশ করা হবে।

এ তথ্য নিশ্চিত করে ‘খ’ ইউনিটের প্রধান সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে কত শতাংশ কৃতকার্য হয়েছে বা অকৃতকার্য হয়েছে এটা এখনই প্রকাশ করা হবে না। ফলাফল প্রকাশিত হওয়ার পর তা প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.du.ac.bd থেকে ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিটটিতে ২৩৭৮ আসনের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৫ জন শিক্ষার্থী।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.