পর্যবেক্ষণে সাকিব-সোহান

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগের দিন ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন নুরুল হাসান সোহান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। আপাতত তাঁদের দুজনে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না সোহানের। বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে নিজের ছন্দ ফিরে পেতে ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী সোহানকে পড়তে হয়েছে চোটের কবলে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন তিনি। চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে খেলা হয়নি তাঁর। আপাতত তিনদিনের বিশ্রামে রাখা হয়েছে সোহানকে।

১ অক্টোবর সোহানকে পর্যবেক্ষণ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবির মেডিকেল দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় পায়ে টান খেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

যদিও একটু পরই ফিল্ডিং করতে দেখা যায় তাঁকে। তবে বোলিং করার সময় খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাঁকে। মিডল অর্ডারে ব্যাটিং করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেন করতে দেখা গেছে সাকিবকে। ম্যাচ শেষ হওয়ার পর থেকে তাঁকে ৪৮ ঘণটার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে পাওয়া যাবে কিনা তা জানা যাবে আজ। আগামী ২ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.