ফেরি ডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান তৃতীয় দিনের মতো শুরু হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান  বলেন, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি টি যানবাহন উদ্ধার করা হয়েছে। বুধবার একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। ১৪ টি যানবাহনের মধ্যে সর্বমোট ৯ টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বাকি ৫ টি যানবাহন উদ্ধারে সকাল ৭ টায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে । তবে ২৬০ টন উদ্ধার সক্ষমতার উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনও ঘাট এলাকায় পৌছায়নি।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর আনুমানিক সকাল পৌঁনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে আমানত শাহ নামের রো রো ফেরি যানবাহন আনলোড করতে গিয়ে ডান দিকে কাঁত হয়ে একাংশ ডুবে যায়। ডুবে যাওয়ার পর ফেরি থাকা ১৪টি পণ্য বোঝাই ট্রাক পদ্মা নদীতে তলিয়ে গেলে উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরে তাদের সঙ্গে আরও জোগ দেয় নৌ-বাহিনী এবং বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল।

ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আরিচার যমুনা নদীতে ভেঁসে থাকা বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজে অংশ নিয়েছে। একার পক্ষে আমানত শাহ নামের ওই ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে না বিধায় নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় নামের আরও একটি জাহাজ আসার কথা থাকলেও তার কোনও দেখা মেলেনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.