বৃদ্ধাকে গরু কিনে দিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

পত্রিকায় রেজিয়া বেগম নামে এক বৃদ্ধার অসহায়ত্বের কথা জানেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। পরে তিনি ওই বৃদ্ধার ইচ্ছা অনুযায়ী তাকে একটি গরু কিনে দেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী জানতে পারেন ওই বৃদ্ধার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। পরে তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, স্বেচ্ছাসেবক লীগ, জেলা সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সার্বিক সহযোগিতায় গত ২৭ অক্টোবর গড়েয়া হাট থেকে ৬৭ হাজার ৩০০ টাকায় একটি গরু কিনে দেন ওই বৃদ্ধাকে। গরু পেয়ে রেজিয়া বেগম ও তার পরিবার মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.