বাংলাদেশে এমিরেটস কার্যক্রমের ৩৫ বছর পূর্তি

চলতি বছর বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ৩৫ বছর পূর্তি উদযাপন করছে এমিরেটস এয়ারলাইন। ১৯৮৬ সালের ২৭ অক্টোবর ফ্লাইট শুরু করার পর ঢাকা থেকে দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৪ লক্ষ যাত্রী পরিবহন করেছে আন্তর্জাতিক এই বিমান সংস্থাটি। বর্তমানে এমিরেটস সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে ঢাকা থেকে দৈনিক ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে। দিনটি উদযাপন উপলক্ষে এমিরেটস বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

এ উপলক্ষ্যে বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার মোহামেদ আলহাম্মাদী বলেন, দুবাই বা ভায়া দুবাই অন্য যে কোন গন্তব্যে গ্রাহকদের আরো নিরাপদ ও উত্তম সেবা প্রদানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এমিরেটসের দুবাই বর্তমানে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য এবং অন্যতম প্রথম নগরী হিসেবে অতিমারীকালে ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল কর্তৃক সেইফ ট্রাভেলস স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়। অতিমারীকালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণের প্রতিটি ধাপে এমিরেটস বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ভ্রমণে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে বিনামূল্যে প্রদান করা হচ্ছে মাল্টিরিস্ক ভ্রমণবীমা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.