সাধারণ বীমায় ফের কমিশন পদ্ধতি চালু

দেশের নন-লাইফ (সাধারণ) বীমা খাতে আবার এজেন্ট কমিশন চালু করা হয়েছে। গত ২৪ অক্টোবর (রোববার) থেকে কমিশন পদ্ধতি ফের বহাল হয়েছে।

গত রোববার (২৪ অক্টোবর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

আইডিআরএ সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি আইডিআরএ সাধারণ বীমায় এজেন্ট কমিশন পদ্ধতি বাতিল করেছিল। কিন্তু ৮ মাসের মাথায় ওই আদেশ স্থগিত করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের সই করা আলোচিত নির্দেশনায় বলা হয়েছে,  বীমা আইন, ২০১০ এর অধীনে ‘বীমা এজেন্ট (নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২১’ সরকার কর্তৃক চূড়ান্তকৃত হওয়ায় আগের নির্দেশটি স্ঘতিত করা হয়েছে।

ফলে বীমা কোম্পানিগুলো এজেন্ট কমিশন হিসেবে সর্বোচ্চ ১৫ শতাংশ ব্যয়করতে পারবে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.