গুলশানে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশানের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

বুধবার (২৭ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে করে। আগুন তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভবনে থাকা বিভিন্ন লোকজন আতঙ্কে নিচে নেমে আসে। তবে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.