এই জয়টা খুব দরকার ছিল: মাহমুদউল্লাহ

প্রতিপক্ষ দুর্বল হলেও দাপুটে জয় যে কোনো দলকেই আত্মবিশ্বাসের বড় খোরাক জোগায়। আগের দুই ম্যাচে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ছিল, ছিল বোলিং নিয়েও। পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই বিভাগেই ভালো করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। এরপর প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ৯৭ রানেই।

৮৪ রানের বিশাল জয়ে বিশ্বকাপে বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে। এখন খেলা পড়বে শক্তিশালী দলগুলোর বিপক্ষে। মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, বড় লড়াইয়ে নামার আগে এই জয়টা খুব দরকার ছিল দলের।

টাইগার অধিনায়ক বলেন, ‘এই জয়টা খুব দরকার ছিল। যেভাবে আমরা খেলতে চেয়েছি, ব্যাটাররা সেই সাহস নিয়েই খেলেছে। আগেই বলেছি যে উইকেটটা তুলনামূলক ভালো ছিল, তাই ব্যাটাররা ভালো খেলে ১৮০ পর্যন্ত নিয়ে গেছে। প্রথম ছয় ওভারের ব্যাটিং ও বোলিং নিয়ে আমাদের দুশ্চিন্তা ছিল। যদি আমরা ভালো শুরু পাই, তবে সেটা কাজে লাগাতে পারি, তাই আমাদের এই জায়গাটায় উন্নতি করতে হবে।’

নিজেদের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি আগেও বলেছি, আমাদের দলে ওমন বিগ হিটার না থাকলেও দক্ষ হিটার আছে। তাই আমাদের নির্দিষ্ট দিনে এমন বোলার খুঁজে বের করতে হবে, যাকে আমরা মারতে পারব। আমাদের এ জায়গাটা খুঁজে বের করতে হবে এবং অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে অন্যদের সঙ্গেও সেটা ভাগাভাগি করতে হবে।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.