১০ উইকেটের জয়ে ওমানের বিশ্বকাপ শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১০ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ওমান। দলটির হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ওপেনার জাতিন্দার সিং ও আকিব ইলিয়াস।

জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন ওমানের দুই ওপেনার জাতিন্দার ও আকিব। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১৩১ রান। শুরু থেকেই পাপুয়া নিউ গিনির বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করতে থাকেন তারা দুজন।

প্রথম দিকে খানিকটা ধীরগতির ব্যাটিং করলেও পরবর্তীতে আক্রমণাত্বক ছিলেন জাতিন্দার। ডানহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪২ বলে ৭৩ রান করে। ইনিংসটি খেলতে সাতটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। তাঁকে দারুণভাবে সঙ্গ দেয়া আকিব অপরাজিত ছিলেন ৪৩ বলে ৫০ রান করে। ম্যাচের ৩৮ বল বাকি থাকতে আমিনিকে ছক্কা মেরে দলের ১০ উইকেটের জয় নিশ্চিত করেন জাতিন্দার। এদিকে পাপুয়া নিউ গিনির কোন বোলার উইকেটের দেখা পাননি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারনেনি পাপুয়া নিউ গিনি। দলীয় শূন্য রানেই দুই ওপেনার টনি উরা ও লেগা সিয়াকা সাজঘরে ফেরেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন আসাদ ভালা ও চার্লস আমিনি। তারা দুজনে মিলে যোগ করেন ৮১ রান।

ইনিংসের ১২তম ওভারে আমিনি রান আউট হয়ে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। প্যাভিলিয়নের পথে হাঁটার আগে ২৬ বলে খেলেছেন ৩৭ রানের দারুণ ইনিংস। দুই ওভারের ব্যবধানে সাজঘরে ফেরেন আসাদও। ৪৩ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হয়েছেন পাপুয়া নিউ গিনির অধিনায়ক। ইনিংসটি খেলতে চারটি চার ও তিনটি ছক্কা মেরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

আমিনি ও আসাদ ফেরার পর ধস নামে পাপুয়া নিউ গিনির ব্যাটিং ইউনিটে। জিসান মাকসুদের এক ওভারে তিন উইকেট পড়লে থেমে যায় দলটির রানের চাকা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছিল পাপুয়া নিউ গিনি। স্বাগতিক ওমানের হয়ে চারটি উইকেট নিয়েছেন মাকসুদ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.