বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তাঁরার হাট

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো আসরে ধারাভাষ্যকারদের প্যানেলে বরাবরই থাকে তাঁরার মেলা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার কোনো পরিবর্তন থাকছে না। ধারাভাষ্যকারদের প্যানেলে এবারও থাকছেন এক ঝাঁক তারকা।

ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আতহার আলী খান। প্যানেলটিতে এবারের চমক বিশ্ব ক্রিকেটের সাবেক তিন তারকা ক্রিকেটার ডেল স্টেইন, শেন ওয়াটসন ও ড্যারেন স্যামি। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার স্টেইন ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ওয়াটসন এবারই প্রথমবার আইসিসির কোনো ইভেন্টে যুক্ত হলেন। থাকছেন ওয়েস্ট ইন্ডিজকে দুইবার টি-টোয়েন্টি শিরোপা জেতানো অধিনায়ক স্যামিও।

পুরো আসরে ধারা-বিবরণী দেবেন মোট ২১ জন ধারাভাষ্যকার। আতহার আলী খান ছাড়াও সুনীল গাভাস্কার, নাসের হুসেইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, মাইক আথারটন, ড্যানি মরিসনের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা বিশ্বকাপের নানা মুহূর্তের সরাসরি বিবরণ দেবেন। এবারের প্যানেলে নারী ধারাভাষ্যকারদের মধ্যে আছেন আনজুম চোপড়া ও নাতালাই জার্মানোস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল: সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, ড্যারেন স্যামি, আতহার আলী খান, ডেল স্টেইন, শেন ওয়াটসন, নাসের হুসেইন, নাতালাই জার্মানোস, মাইক আথারটন, সাইমন ডুল, রাসেল আরনল্ড, আনজুম চোপরা, মুরালি কার্তিক, বাজিদ খান, এমপুমেলেলো এমবাংওয়া, প্রিস্টন মমসেন, ড্যানি মরিসন, মার্ক নিকোলাস, নায়াল ও’ব্রায়েন ও অ্যালান উইকিলিন্স।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.