ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ লাখ ২২ হাজার ৯০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবিসি) লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ম্যাকসন্স স্পিনিং মিলস ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ট্যানারি, বিবিএস কেবলস, বেক্সিমকো, বারাকা পতেঙ্গা পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফিন্যান্স, লুব-রেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, মতিন স্পিনিং, এমটিবি, এনসিসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএসআরএম স্টিল, রানার অটোমোবাইলস, রূপালী ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, সিলভা ফার্মা, শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.