স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

শরীয়তপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী লাঠির আঘাতে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ছয়গাও ইউনিয়নের নাজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিনা বেগম উপজেলার ছয়গাও ইউনিয়নের নাজিরপুর গ্রামের সেকান্দার কাজীর স্ত্রী। তাদের ঘরে চার সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিনা বেগম ও সেকান্দার কাজী দম্পতির সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী। সেকান্দার শারীরিকভাবে অসুস্থ। মাঝে-মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হয়। সেকান্দার তার স্ত্রীকে টাকার জন্য মারধর করতেন। গতকাল রাতে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে লাঠি দিয়ে রিনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় রিনা বেগম।

বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভাব-অনটনের সংসারে তাদের মধ্যে নিত্য ঝগড়া লেগে থাকত। গতকাল রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে রিনা বেগমের মাথায় আঘাত করেন সেকান্দার। এতে ঘটনাস্থলেই রিনা বেগম মারা যান। ঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে যায়। মরদেহের ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.