ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল জানবেন যেভাবে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রুমা জানান, এবার প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও স্বশরীরে ক্লাস শুরু করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আশা করি আমাদের পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে পুরোদমে ক্লাস শুরু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রত্যেক ডিপার্টমেন্টে পাসের হার এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর গোপন রাখা হয়েছে। শুধুমাত্র প্রতিটি ডিপার্টমেন্টে পরীক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট আসনের ভিত্তিতে বাছাইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে দুটি করে শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.