দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৫টির বা ১৯.৭৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার ওরিয়ন ফার্মার ক্লোজিং দর ছিল ৯৪ টাকা ৯০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০৪ টাকা ৩০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনে ৮.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিক্সের ৮.৬৯ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮.৬৮ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৮.৬৩ শতাংশ, এডভেন্ট ফার্মার ৮.০৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৯৩ শতাংশ, লাফার্জ হোলসিমের ৭.৭৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৬৫ শতাংশ এবং ইফাদ অটোর ৬.৬৩ শতাংশ দর বেড়েছে।

অর্থসূচক/এমআর/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.