১ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে মাত্র এক ঘণ্টার মধ্যে। রোববার (৩ অক্টোবর) থেকেই টিকেট বিক্রি শুরু হয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ক্রিকেট মহাযজ্ঞের।

ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তির ম্যাচকে ঘিরে সারা বিশ্বেই থাকে দারুণ উত্তেজনা। এবার এর উত্তাপ পাওয়া গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রিতেও। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকেট ছাড়া হয়েছিল। সবগুলো গ্যালারির টিকেটই ফুরিয়ে গেছে এক ঘণ্টার মধ্যে।

রোববার থেকে প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিট বিক্রি শুরু হয়েছিল। টিকেট মূল্য ধরা হয়েছিল ১৫০০ ও ২৬০০ দিরহাম করে। সেই মূল্যেই দর্শকরা লুফে নিয়েছেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের টিকিট।

আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপের মূল আসরে লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। মূল আসরের আগে ওমানে হবে এই বিশ্ব আসরের কোয়ালিফায়ার। সেখান থেকে চারটি দল খেলবে মূল আসরে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.