দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি  ৩ হাজার ১২৮ বারে ৩১ লাখ ২০ হাজার ৭৭টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৭ পয়সা বা ৭.৬৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, সোনালী পেপার, অ্যাক্টিভ ফাইন, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা ও আইসিবি।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.