দুবের ক্যারিয়ারের মোড় বদলে দেয়া ৬৪ রান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবারের (২ সেপ্টেম্বর) ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাত উইকেটের জয় পায় রাজস্থান রয়্যালস। ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দলকে জেতাতে ৪২ বলে অপরাজিত ৬৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন শিভম দুবে। এটাকেই ক্যারিয়ারের মোড় বদলের ইনিংস বলছেন রাজস্থানের এই অলরাউন্ডার।

২০১৯ সালে আইপিএলে অভিষেকের পর থেকে ২২ ম্যাচ খেলে ফেলেছেন দুবে। যেখানে ব্যাটিং বা বোলিং কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে পারেননি তরুণ এই অলরাউন্ডার। তাই চেন্নাইয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিকে মোড় বদলের ইনিংস হিসেবে দেখছেন তিনি।

দুবে বলেন, ‘সত্যিই এই ইনিংসটা আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এমন মুহূর্তে আমার দলের জন্যও খুবই প্রয়োজনীয় ছিল। আমরা এখন পয়েন্ট টেবিলে সাত নম্বরে আছি। পরবর্তী দুই ম্যাচে ভালো খেলতে পারলে আশা করি কোয়ালিফাই করতে পারব তাই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘দলের ভারসাম্য বজায় রেখেই একাদশ সাজানো হয়। এটা টিম ম্যানেজমেন্ট, অধিনায়কের পরিকল্পনার উপর নির্ভর করে। আমি শুধুই সুযোগের অপেক্ষায় থাকি এবং সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

চেন্নাইয়ের বিপক্ষে অপরাজিত হাফসেঞ্চুরি করে দলের জয়ের অন্যতম নায়ক দুবে। তবে রাজস্থানের জয়ের ভীত গড়ে দিয়েছিল দুই ওপেনার এভিন লুইস আর ইয়াশভি জয়সাওয়াল। এই দুজনকেই কৃতিত্ব দিচ্ছেন দুবে।

তিনি বলেন, ‘ভালো শুরু যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ন এবং জয়সাওয়াল ও লুইস সেই কাজটা করে দিয়েছে। বিশেষ করে জয়সাওয়াল আজকের দিনে দারুণ ব্যাটিং করেছে। আমাদের শুরুটা ভালো ছিল তাই তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে পেরেছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.