ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

জাপানের সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে। দক্ষিণ সাগর নামে পরিচিত জাপান সাগরে এটি পড়েছে বলে জানা গেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে। যেটি কি না জাতিসংঘের রেজ্যুলশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে।

চলতি মাসে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এর আগে তারা একটি ‘কৌশলগত’ ক্রুজ মিসাইল ও দুইটি রেলওয়ে-বোর্ন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। জাতিসংঘ পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যার আওতায় ব্যালিস্টিক মিসাইল বা শর্ট-রেঞ্জ মিসাইল পরীক্ষায় উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছে। সেই সাথে তারা উত্তর কোরিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ‘এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন। এটি উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। উত্তর কোরিয়ার প্রতি কূটনৈতিক পদ্ধতি অনুসরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা তাদের সংলাপে বসার জন্য আহ্বান জানাই।’
উত্তর কোরিয়ার জাতিসংঘ দূত কিম সং নিউইয়র্কে সংস্থাটির বাৎসরিক সম্মেলনে বক্তব্য দেয়ার ঘণ্টা খানেক আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। কিম সং বলেন, ‘আমরা শুধু নিজেদের রক্ষা করতে আমাদের প্রতিরক্ষা খাতের উন্নতি করছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.