শেষ বলের নাটকীয়তায় হারলো কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হাই ভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৪ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। সেই রান তাড়া করতে গিয়ে সুনীল নারিনের বোলিং ঘূর্ণির সামনে পড়ে চেন্নাই।

শেষ ওভারের প্রথম বলেই তিনি ৪ রান করা স্যাম কারানকে ফেরান। পরের বল ডট দিলেও তৃতীয় বলে তিন রান নিয়ে চেন্নাইকে জয়ের অনেক কাছে নিয়ে যান শার্দুল ঠাকুর। চতুর্থ বলে ডট আর পঞ্চম বলে ২২ রান করা জাদেজাকে তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন নারিন। যদিও ইনিংসের শেষ বলে মিড উইকেটে উড়িয়ে মেরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেছেন দীপক চাহার।

এর আগে কলকাতার দেয়া ১৭২ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু পেয়েছিল চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসি মিলে যোগ করেন ৭৪ রান। রুতুরাজ ২৮ বলে ৪০ রান করে ফিরলেও মঈন আলীকে নিয়ে ২৮ রানের আরেকটি জুটি গড়েন ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার এই তারকা ৪৩ করে ফিরে গেলে। মঈন আউট হন ৩২ রান করে।

এরপরই বিপর্যয়ে পড়ে চেন্নাই। তারা দ্রুত উইকেট হারায় সুরেশ রায়না (১১) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। যদিও সেই বিপর্যয়কে চাপ হিসেবে না নিয়ে ম্যাচ জিতিয়ে ফিরেছেন শার্দুল-চাহাররা। এই ম্যাচে কলকাতার সেরা বোলার নারিন। তিনি একাই ৩ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন প্রশিষ কৃষ্ণ, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল।

এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা। ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠির ৩৩ বলে ৪৫ ও নিতিশ রানার ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংসে বড় রানের ভিত পায় কলকাতা। এরপর আন্দ্রে রাসেলের ১৫ বলে ২০ ও দীনেশ কার্তিকের ১১ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৭১ রানের পুঁজি পায় কলকাতা। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও শার্দুল। একটি উইকেট নেন জাদেজা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.