ব্লক মার্কেটে ১৩০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩০ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শাহজিবাজার পাওয়ার লিমিটেডের ২৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ২৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল,ডরিন পাওয়ার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, আইসিবি ইসলামিক ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ইসলামিক ফিন্যান্স, খুলনা পাওয়ার কোম্পানি, এমআই সিমেন্ট, এমটিবি, ন্যাশনাল হাউজিং, নূরানী ডাইং, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দ্য পেনিনসুলা চিটাগং, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সমিট পাওয়ার ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.