বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

রাণীশংকৈলের বলিদ্বারা গ্রামে ধান ক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদেরের (৩২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আফরোজা বেগম ক্লিনিকপাড়ার মনু মিয়ার স্ত্রী।

জানা গেছে, ঘটনার দিন সন্ধত্যায় কাদের তার বাড়ির অদূরে ধান ক্ষেতে সেচ দিতে যান। সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। অনেকটা সময় পেরিয়ে গেলেও ছেলে ফিরে না আসায় তার মা নাতিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখেন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় নাতি বাড়িতে গিয়ে এ খবর জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সহোযোগিতায় লোকজন মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল বলেন, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের ক্লিনিকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.