ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার শরণাপন্ন পাকিস্তান

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজ স্থগিত করেছে নিউজিল্যান্ড। ই-মেইল বার্তায় তাঁদেরকে হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। যদিও নির্দিষ্ট কোনো ব্যাখা দিতে পারেনি তারা। এদিকে নিজেদের দেশের মাটিতে ক্রিকেট চালু রাখতে ইতোমধ্যেই বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সফর আয়োজন করতে আগ্রহী। কিন্তু বিশ্বকাপের পূর্বে দুই দেশেরই ব্যাস্ত ক্রিকেট সূচি যার ফলে পিসিবির প্রস্তাবে সায় দেয়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে প্রস্তাবের কথা জানিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘তারা তাদের শক্ত অবস্থান দেখিয়েছে (সফর করার ব্যাপারে)। কিন্তু বিশ্বকাপের আগে তাদের কাছে সময় অনেক কম। টুর্নামেন্টটি নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে।’

তিনি বলেন, ‘পাকিস্তান সফর করা যায় কি না এ বিষয়ে তাদের সঙ্গে পিসিবির চেয়ারম্যান কথা বলেছেন। তারাও এই ব্যাপারটি গ্রহণ করার মতো ইচ্ছে জানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এমনটা হলে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। এ ছাড়াও তাদের বেশ কয়েকজন ক্রিকেটার এলোমালো অবস্থায় আছে।’

পিসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘যেহেতু এটা দ্বিপাক্ষীক সিরিজ, কিছুটা হলেও আশা আছে নিউজিল্যান্ড ক্রিকেটের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার। যদি আমরা সমাধান পাই এটার। আমরা যেটা করতে পারি, আইসিসির কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চয়তা আশা করতে পারি এমন কিছু আর হবে না। আমরা এমন পরিস্থিতির জন্য তাদের সঙ্গে আলোচনা করব।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.