চাঁদাবাজদের আওয়ামী লীগে দরকার নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে চায় তাদের দলে দরকার নেই। আওয়ামী লীগ একটি গণমানুষের দল। যারা সাড়ে ১৩ বছর ধরে আওয়ামী লীগ করছেন কিন্তু অতীতে করেননি তারা আওয়ামী লীগের দুঃসময় দেখেননি।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার পূর্বে গাইবান্ধা সার্কিট হাউজে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের খুব বেশীদিন বাকি নেই। দুই বছর পরই নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এসময় দেখবেন শীতে যেমন অতিথি পাখিরা আসে, তেমনি নির্বাচনের সময়েও বিএনপি ও অন্যান্য দলের নেতাদের অতিথি পাখির মতো আনাগোনা দেখা যাবে। এমন অতিথিদের লাল কার্ড দেখিয়ে দিতে হবে। যারা দুঃসময়ে গত কয়েক বছর ধরে জনগণের পাশে আছে এবং থাকবে তাদেরকে ভোট দিতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় আছি বিধায় বেপরোয়া হওয়া যাবে না। আমাদের বিনয়ী হতে হবে। হৃদয় মানুষকে মহান করে। তাই চোখ-কান খোলা রেখে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমাদের দল যাতে করে অব্যাহতভাবে দেশ পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উত্তরাঞ্চল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সামছুল আল হিরু, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.