রাইট শেয়ার ইস্যু করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি ১:২ হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি সাধারণ শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করতে পারবে ব্যাংকটি।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ও মূলধন শক্তিশালী করবে ব্যাংকটি। শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ব্যাংকটি আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ অক্টোবর।

বিএসইসির অনুমোদনের পর আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করবে ব্যাংকটি।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.