ধারাভাষ্যে আর দেখা যাবে না মাইকেল হোল্ডিংকে

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং কমেন্ট্রি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এক সময় তিনি ছিলেন ব্যাটসম্যানদের ত্রাস। ক্রিকেট ক্যারিয়ার ছাড়ার পর ধারাভাষ্যেও কথার জাদুতে মুগ্ধ করেছেন তিনি।

এক বছর আগেই অবশ্য ধারাভাষ্য ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন হোল্ডিং। তিনি এক রেডিও শোতে বলেছিলেন, ‘২০২০ সালে আমি আর কতদিন ধারাভাষ্য দিয়ে যাব তা নিশ্চিত নই। এই বয়সে আমি আর নিজেকে এ রাস্তায় দেখতে চাই না। আমার বয়স এখন ৬৬। আমি ৩৬ বা ৫৬ নই।’

ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেট বিশ্বজুড়ে সমাদৃত হলেও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হোল্ডিংকে কখনই ধারাভাষ্য দিতে দেখা যায়নি। খেলোয়াড়ি জীবনে তাকে ডাকা হতো, ‘রোলস রয়েস’, ‘হুইসপারিং ডেথ’ নামে। টেস্ট ক্রিকেটে তাঁর চেয়ে জোরে বল করা পেসারের সংখ্যাও খুব বেশি নয়। ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক পেস ব্যাটারির অন্যতম সদস্য ছিলেন হোল্ডিং।

ক্যারিয়ারে ৬০ টেস্ট খেলে ২৪৯টি উইকেট নিলেও তার ভয়ঙ্কর পেস সমকালীন ব্যাটসম্যানদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ক্রিকেট ক্যারিয়ারে কোনো ওয়াইড না করে টানা ৫ হাজার ৪৭৩টি বল করার অভিনব এক রেকর্ডেরও মালিক এই কিংবদন্তি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.