যুগ্ম-মহাসচিব, সহ-সম্পাদকদের সঙ্গে বৈঠকে বিএনপি

চলমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী করণীয় ঠিক করতে কেন্দ্রীয় নেতাদের মতামত গ্রহণ করছে বিএনপির হাইকমান্ড। এরই অংশ হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল থেকে তিন দিনব্যাপী বৈঠক শুরু হয়।

বৈঠকের দ্বিতীয় দিন আজ দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, রুহুল কুদ্দুস তালুকদার, বিলকিস জাহান শিরিন, দুলু, অর্থ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত রয়েছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.