ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ১৫ হাজার ২০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ফার্মা ৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট কম্পোজিট, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, কাট্টালি টেক্সটাইল, লিন্ডেবিডি, লাভেলো আইসক্রিম, এমআই সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, ইউনাইটেড পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.