জাবির নিরব ক্যাম্পাসে স্কুল-কলেজ শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ক্যাম্পাস বন্ধ থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ দেড় বছর পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ। নিরবতা ভেঙে বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্যাম্পাসে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ও কলতান বিদ্যানিকেতনে সকাল ৯টা ক্লাস শুরু হয়। এর পূর্বে স্কুল-কলেজের নির্ধারিত পোশাকে সারি সারিভাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পথে বিদ্যালয়ে আসা শুরু করে। সকলের মুখে ছিলো মাস্ক। বিদ্যালয় কর্তৃপক্ষ হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করান।

এদিকে ১৮ মাস পর বন্ধুদের নিয়ে বারান্দায় দাঁড়ানো, গল্প করার আনন্দে মেতেছিলো সবাই। ‘বন্ধুদের দেখে এতদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেছে। করোনা মহামারিতে ক্লাস করতে পারবো এটা ভাবতে পারিনি। সবাই একসাথে ক্লাস করতে পারছি ভেবে খুবই ভালো লাগছে’- এমনি অনুভূতি ব্যক্ত করলেন চতুর্থ শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা।

স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ছিলেন সচেতন। সবাই মাস্ক পড়ে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। শিক্ষকরা স্কুল ও কলেজের গেইট বেলুন দিয়ে সাজিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়। এছাড়া গত এক সপ্তাহ ধরে নিয়েছেন প্রস্তুতি। স্কুলের দেয়ালে ঝুলছে করোনা সতর্কতা পোস্টার। ক্লাসরুমে শিক্ষার্থীদের বেঞ্চগুলোতে বসানো হচ্ছে ত্রিভুজ আকৃতিতে। বিদ্যালয় থেকে দেয়া হচ্ছে মাস্ক।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূ্ঞা বলেন, ‘শিক্ষার্থীদের সুরক্ষায় বিদ্যালয়ে হাতধোয়ার জন্য সাবান ও ২০টি বেসিনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের নেতৃত্বে রয়েছে মনিটরিং সেল। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মত নেয়া হচ্ছে সকল ব্যবস্থা।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও হল খুলে দেয়ার ব্যাপারে প্রস্তুতি চললে। কিন্তু নির্ধারণ হয়নি কোন তারিখ। যদিও শিক্ষার্থীরা অপেক্ষায় আছে কখন খুলবে আবাসকি হল, ক্লাসরুমে করবে ক্লাস।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম জানান, ‘শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে অন্যান্য বিশ্ববিদ্যালয় খোলার এক সপ্তাহ পর খুলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।’

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.