চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে মৃত্যু ৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন তিন থেকে চারজন রোগীর মৃত্যু হচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছেন। এর মধ্যে ১ জন মহানগর এলাকায় এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এক হাজার ২৭৪ জন মারা গেলেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত কয়েক মাসে এটি সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে চট্টগ্রামে এক লাখ ৮৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ হাজার ১২৩ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৭৪২ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪৭ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জন মহানগর এলাকায় এবং ৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সকলের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২৩টি এবং আরটিআরএল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.