গাজায় ফের ইসরাইলের বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে ইসরাইল বাহিনী গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের সাফা নিউজ এজেন্সি ও ইসরাইল সেনাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গাজার কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরাইলের হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইল বাহিনী দাবি করেছে, গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট তৈরির কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। বরাবরের মতো গাজা থেকে দুটি রকেট ছোঁড়ার পর তারা বিমান হামলা চালায় বলেও দাবি করেছে তারা।

গত কয়েকদিন ধরে ইসরাইলি বাহিনী গাজার ওপর দফায় দফা বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যাওয়ার পর এই হামলা শুরু করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.