গুচ্ছ ভর্তি: বিজ্ঞানের শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের সুযোগ

দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রাথমিক আবেদনে বাদ পড়া বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন। দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, চূড়ান্ত আবেদনে মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেননি। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি ও বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি।

এদিকে, দ্বিতীয় ধাপের আবেদনে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছেন ৩৪ হাজার শিক্ষার্থী। আবেদন বঞ্চিত এসব শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় শুরুর দিকে থাকা শিক্ষার্থীরা তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, প্রথম ধাপের চূড়ান্ত আবেদনে আমরা যেমন সাড়া পেয়েছিলাম, দ্বিতীয় ধাপেও একইরকম সাড়া পাচ্ছি। বিজ্ঞান বিভাগে মোট ১ এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে প্রায় ১৩ হাজার। আবেদন সংখ্যা কম হওয়া সেক্ষেত্রে তৃতীয় ধাপে বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে রোববার সকাল ১০টার পরে বিস্তারিত জানানো হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী। এরমধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সবাই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.