তামিমকে মিস করবো: নান্নু

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দল ঘোষণার আগেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেয়েছেন তামিম ইকবাল।

মূলত পর্যাপ্ত ম্যাচ খেলার অভাব, তরুণদের সুযোগ করে দেয়াসহ ইনজুরির কারণে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা এই ওপেনার। ১৫ সদস্যের দলে তাই তাকে রাখেননি বাংলাদেশ দলের নির্বাচকরা।

দলে না রাখলেও দেশ সেরা এই ওপেনাররে শূন্যতা অনুভব করবে দল, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘অবশ্যই তামিম ইকবাল তিন ফরম্যাটে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। ও নিজে থেকে সরে গিয়েছে, আমরা আত্মবিশ্বাসী ছিলাম বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো। পাইনি এটা আমাদের দুর্ভাগ্য, আমরাও মিস করবো তামিমকে। আমরা আত্মবিশ্বাসী ও আবার ফিরে আসবে।’

নান্নু আরও বলেন, ‘যারা সুযোগ পেয়েছে তারা বিরাট প্ল্যাটফর্মের মধ্যে আছে এবং তাদের সামর্থ্য আছে ভালো করার ইন শা আল্লাহ। বিশ্বকাপ স্কোয়াডে যারা আছে ওপেনার তাদের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, তারা ভালো করবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.