ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৪ লাখ ৬৫ হাজার ৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বাংলাদেশ সাবমেরিন কেবল ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

কপারটেক ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এডিএন টেলিকম, আলিফ ম্যানুফ্যাকচারিং, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স স্পিনিং, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমিয়াম, বেক্সিমকো, বারাকা পতেঙ্গা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ড্যাফোডিল কম্পিউটার্স, ডরিন পাওয়ার, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিবিবি পাওয়ার, এইচ.আর টেক্সটাইল, আইসিবি এএমসিল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি, ইন্টারন্যাশনাল লিজিং, ইসলামিক ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, কেপিসিএল, মালেক স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিকস, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, নাহি অ্যালুমিনয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল হাউজিং, নর্দার্ণ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, আরএকে সিরামিকস, রিজেন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি,শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, তমিজউদ্দিন টেক্সটাইল ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.