বিশ্বকাপে পাকিস্তান থেকে ভারত কেন এগিয়ে, জানালেন ইমাম

বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন ইতিহাস বদলে যাক, প্রত্যাশা ইমাম উল হকের। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান থেকে ভারতের এগিয়ে থাকার কারণও জানিয়েছেন পাকিস্তানের এই ওপেনার।

ওয়ানডে বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একে অপরের মোকাবেলা করেছে সাতবার। একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারায় বিরাট কোহলির ভারত। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারত।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি অবশ্য শুরুতে টাই হয়েছিল। আইসিসির রেকর্ডেও ম্যাচটি টাই হিসেবে লিপিবদ্ধ। কিন্তু সেবারের ‘বল-আউট’ পদ্ধতিতে ম্যাচটি জিতে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকায় লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় না ভারত ও পাকিস্তান। বৈশ্বিক কোনও আসরেই দল দুটির দেখা হয়।

পাকিস্তানের একটি মিডিয়াকে ইমাম বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতের বিপক্ষে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। ভারত-পাকিস্তানের খেলা সবসময়ই বড় ম্যাচ, সেটা বিশ্বকাপের নকআউট মঞ্চে হোক বা গ্রুপ পর্বে হোক। আমাদের দলের তরুণ ক্রিকেটারদের জন্য সেই চাপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ভারতে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারা জানে কীভাবে চাপ সামলে নিতে হয়।’

আগামি ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা (চাপ সামলানো) ছাড়া পাকিস্তান থেকে ভারতের ভালো হওয়ার কোনও কারণ নেই। আমি কখনোই চাই না পাকিস্তান হারুক। ইনশাআল্লাহ এবার আমরা তাদের হারাব। সত্যি বলতে, এই ম্যাচ আমাদের জন্য অনেক কঠিন হবে।’

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.