দেশে একদিনে আরও ২৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৬৫ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন আছেন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৭৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৩৭ জন, আর বাকি ১৩৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১১ হাজার ৫০১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১০ হাজার ১৭৪ জন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.