র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ৪ জঙ্গি আটক

ময়মনসিংহে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ চার জঙ্গিকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাত ৫টার দিকে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পরে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতি ও দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৪’র অধিনায়ক মো. রোকনুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪’র একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়ে, র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। পরে অস্ত্রসহ জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটক চার জনের পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে সাংবাদিকদের জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.