আফগানিস্তানে খাদ্যসংকটের হুঁশিয়ারি জাতিসংঘের

আফগানিস্তানে ক্ষমতা দখল করার পরে তালেবান এখনো সরকার গঠন করেনি। তাই তাদের আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার বিষয়টিও ঝুলে আছে। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে বিদেশ থেকে খাদ্যসাহায্য আসবে না। দেশের ভিতরের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। খাদ্যসামগ্রীর দাম ৫০ শতাংশ ও পেট্রোলের দাম ৭৫ শতাংশ বেড়ে গেছে।

এই অবস্থায় জাতিসংঘ জানালো, আফগানিস্তানে খাদ্যসংকট আসন্ন। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক বিষয়ের সমন্বয়কারীর দায়িত্বে থাকা রামিজ অ্যালাকবারোভ জানিয়েছেন, মানবিক দিক থেকে পরিস্থিতি একেবারেই ভালো নয়। এখনই দেশের প্রায় অর্ধেক শিশুর খাবার পেতে অসুবিধা হচ্ছে। সরকারি পরিষেবাগুলো কাজ করছে না। সরকারি কর্মীরা তাদের বেতনও পাচ্ছেন না।

তালেবান এখনো সরকার গঠন করেনি বলে পরিস্থিতি খারাপ হচ্ছে। তারা সরকার গঠন করলে এবং সেই সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেলে খাদ্যসাহায্য আসবে। কাবুলে থেকে কাজ করা আমেরিকার রাজস্ব দফতরের সাবেক কর্মকর্তা অ্যালেক্স জার্ডেন আল-জাজিরাকে বলেছেন, ‘পরিস্থিতি একেবারেই ভালো নয়। এই সংকটের আগেও অনেক আফগান দারিদ্র্য রেখার নীচে ছিলেন। এখন পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়েছে। তালেবান শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল করেনি। তারা লড়াই করে ক্ষমতা নিয়েছে। তার ফলে পরিস্থিতি মারাত্মক হয়েছে।’

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, জিনিসের দাম আকাশছোঁয়া আর মানুষ রোজ ব্যাংকের দরজায় ভিড় করছে। হাজি মোহাম্মদ ইদ্রিসকে তালেবান সেন্ট্রাল ব্যাংকের প্রধান করেছে। কিন্তু তিনি কীভাবে পরিস্থিতি সামলাবেন, কী করে ব্যাংকগুলোকে অর্থের জোগান দেবেন, তা জানাননি। তালেবানের নির্দেশে ব্যাংক খুলেছে। কিন্তু তারা টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে। পরিস্থিতি এখনো যথেষ্ট টালমাটাল। এই পরিস্থিতিতে জাতিসংঘের সতর্কবার্তায় আন্তর্জাতিক মহল চিন্তিত। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, আল-জাজিরা

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.