কাজটা আসলে বোলারটাই সেরে রেখেছিল। যার আনুষ্ঠানিকতা দিলেন ব্যাটসম্যানরা। ৬০ রানের লক্ষ্য টি-টোয়েন্টি ক্রিকেটে কী আর এমন, তা যতই মিরপুরের স্লো উইকেট হোক না কেন। ঘরের মাঠের সুবিধা নিয়ে জিততেও কোনও অসুবিধা হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করলো লাল-সবুজ জার্সিধারীরা।
একই সঙ্গে কুড়ি ওভারের ক্রিকেটে নিজেদের শক্তি আরেকবার দেখালো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশ পিছিয়ে আছে, এই অপবাদ অস্ট্রেলিয়া সিরিজে অনেকটাই ঘুচিয়েছিল। আর এবার মিরপুরের প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতে বাংলাদেশ দেখিয়ে দিলো, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কতটা ভয়ঙ্কর তারা।
তবে মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেই লক্ষ্য পাড়ি দিতে গিয়ে শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল টাইগাররা। ৭ রানের মধ্যে হারিয়ে বসেছিল ২ উইকেট। শেষ পর্যন্ত আর মিরাকল ঘটিয়ে কিছু করতে পারেনি কিউইরা।
তৃতীয় উইকেট জুটিতে ৪২ বলে ৩০ রান করে বিপদ সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু সাবলিল ব্যাটিং করা সাকিব রচিন রবীন্দ্রর বলে কাট করতে গেলে উইকেটরক্ষক টম ল্যাথামের গ্লাভসে ধরা পড়েন। ৩৩ বলে ২টি চারে ২৫ রান করেন এই বাঁহাতি তারকা। অভিষিক্ত কিউই স্পিনারের এটি ক্যারিয়ারের প্রথম উইকেট।
বায়ো-বাবোলের ঝামেলার কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারা মুশফিক এদিন খেলছিলেন বেশ দেখেশুনে। সাকিব বিদায় নিলেও নিজের স্ট্রাইক রেটের দিকে না তাকিয়ে ও দলের কথা চিন্তা করে খেলে গেছেন ধীরে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চতুর্থ উইকেটে জুটিতে ৩১ বলে ২৫ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। মুশফিক ২৬ বলে ১৬ ও রিয়াদ ২২ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.