মিথুন নিটিংয়ের উৎপাদন বন্ধ

বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের উৎপাদন বন্ধ রয়েছে ২ বছরেরও বেশি সময় ধরে। বেপজা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি লীজ চুক্তি বাতিলের পর বন্ধ হয়ে যায় উৎপাদন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৯ ও ২০২০ সালের বার্ষিক আর্থিক হিসাব নিরীক্ষা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তারা অঅনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা (এজিএম) আয়োজনের জন্য উচ্চ-আদালতে আবেদন করবেন।

প্রসঙ্গত, প্রায় ২ বছরের বেশি ধরে মিথুন নিটিংয়ের উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানিটির শেয়ার দর কমেনি। গত ১ মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৭০ পয়সা থেকে ২২ টাকা।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.