আগস্টে হাসপাতালে ভর্তি ৭৬৯৮ ডেঙ্গু রোগী, ৩০ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে, সংখ্যায় যা ৭ হাজার ৬৯৮ জন। এটি এখন পর্যন্ত এ বছরে এক মাসে সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরমধ্যে ৩০ জনই মারা গেছেন আগস্টে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২২০ জন ঢাকায় ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৬ জন।

এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৩৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ১১০ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬৬ জনের ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪৬ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৬ জন ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০ হাজার ৩৫৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও আগস্টে সাত হাজার ৬৯৮ জন রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়। তাদের ১২ জন জুলাইয়ে ও আগস্টে ৩০ জন মারা যান।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.