খাঁটি এরশাদপ্রেমীরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন: বিদিশা

এরিক এরশাদ ঘোষিত ‘নতুন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান’ বিদিশা এরশাদ বলেছেন, ‘ধীরে ধীরে হতাশ হয়ে খাঁটি এরশাদপ্রেমীরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, ছাড়ছেন রাজনীতি। আমরা তাদের এক প্ল্যাটফর্মে ধরে রাখার চেষ্টায় করছি। আমরা কারও প্রতিদ্বন্দ্বী নই। দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে এরশাদপ্রেমী সবাইকে নিয়েই জাতীয় পার্টি পুনর্গঠন করে এগিয়ে যাবো।’

সোমবার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিদিশা এসব কথা বলেন।

বিদিশা বলেন, ‘উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভাই কখনও উত্তরাধিকার হতে পারে না। এ ধরনের উদাহরণও নেই। এতদিন চুপ থাকার মানে এই নয় যে, তা মেনে নেওয়া হয়েছে।’

সভায় বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ, অ্যাডভোকেট রুবায়েত হাসান, মেজর অবসরপ্রাপ্ত আনিসুর রহমান, কাজী শামসুল ইসলাম, আক্তার হোসেন, নাফিজ মাহমুদ ও ইদ্রিস আলী প্রমুখ নেতৃবৃন্দ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.