প্রথম দুই ম্যাচে কিপিংয়ে সোহান, পরে মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে আছেন তিন উইকেটরক্ষক ব্যাটসম্যান। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে রয়েছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। তাদের মধ্যে থেকে কে কিউইদের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পাবেন এনিয়ে অনেক আলোচনা হচ্ছে।

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে প্রথম দুই ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, তারপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই অপশনগুলো কাভার করা গুরুত্বপূর্ণ। সামনে তাকিয়ে, এটিই পরিকল্পনা। তবে সোহান শুরুতে কিপিং করবে।’

মুশফিক এখন পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে মাত্র চারটিতে কিপিং করেননি তিনি। এর সব কটিতেই কিপিং করেছিলেন সোহান। আরেকটি মজার বিষয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছেন সোহান। এর সবকটিতেই উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.