চট্টগ্রামে করোনা মৃত্যু আরও ১০

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন আরো ১৪৪ জন। এর আগে, রোববার করোনায় মারা গিয়েছিলেন ৪ জন, শনাক্ত হয়েছিলেন ২৬৭ জন।

সোমবার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৬ জন নগরের বাসিন্দা, বাকি ৪ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ১৩৫ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭২ হাজার ১০৭ জন। বাকি ২৭ হাজার ২৮ জন বিভিন্ন উপজেলার। করোনায় এ পর্যন্ত মোট ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৩৭ জন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৯৪ এবং উপজেলার ৫০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ হাজার ১৩৫ জনে। একই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.