ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান

আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়ালেখা নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান। ইসলামি আইন অনুযায়ী, আলাদা ক্লাসে তারা শিক্ষাকার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।

রোববার (২৯ আগস্ট) স্থানীয় টোলো নিউজের সাংবাদিক জাকির খান ইয়াদ জানান, আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা আর একসঙ্গে পড়ালেখা করতে পারবে না। ইসলামি আইন অনুযায়ী, আলাদা ক্লাসে তারা শিক্ষাকার্যক্রম চালিয়ে যাবে।

এক টুইট বার্তায় ফ্রিল্যান্স সাংবাদিক বশির আহমেদ ঘাওয়াখ জানান, তালেবানের উচ্চশিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে পুরুষ শিক্ষক দিয়ে নারীদের শিক্ষাদান নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটি উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ ব্যাপকহারে কমিয়ে দিবে।

সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করে তালেবান। পাশাপাশি এটিকে ‘সমাজে পচন ধরার মূল’ বলে বর্ণনা করা হয়েছে।

সূত্র: বিবিসি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.