ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার পদুয়ারবাজারে চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি পিকআপ ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রোববার (২৯ আগস্ট) সকাল ৯টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেইটে এই দুর্ঘটনা ঘটে। এতে দুজন সামান্য আহত হলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুঘর্টনা কবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাতটি বগি লাকসাম জংশনে এবং বাকি সাতটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.