আইপিএল খেলতে বিসিবিকে মুস্তাফিজের চিঠি

প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। তবে সব শঙ্কা পেছনে ফেলে ১৯ সেপ্টেম্বর আবারও শুরু হবে এর দ্বিতীয় পর্ব। ভেন্যু বদলে বাকি থাকা ২৯টি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে।

যেখানে খেলার কথা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়ায় তাদের আইপিএলে অংশ নেয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় আইপিএলে অংশ নিতে বোর্ডের কাছে আবেদন করেছেন মুস্তাফিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের কাছে একটি আবেদন এসেছে সেটা হল মুস্তাফিজের। আমাদের তরফ থেকে ইতিবাচক আছি তবে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ওর সম্ভাবনা আছে যাওয়ার।’

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আর রাজস্থান রয়্যালসে আছেন মুস্তাফিজ। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। যেখানে তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান করার সঙ্গে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে আইপিএল স্থগিত হওয়ার আগে সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ৭ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৮ উইকেট।

নতুন করে আইপিএল আয়োজনের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল খেলতে হলে সব ক্রিকেটারকে অন্তত দুই ডোজ টিকা নিতে হবে। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল খেলতে হলে টিকা নিতে হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। এরপরই দুবাইয়ের বিমানে ওঠতে পারবেন তাঁরা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.